বদলগাছীতে স্বাস্থ্যবিধি ও আচারণবিধি লংঘনের মধ্যে দিয়ে প্রার্থী যাচাই-বাছাই

বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই-বাছাই কার্যক্রমে নেই কোনো স্বাস্থ্যবিধি বালাই । প্রার্থীরা আগাম আচারণবিধি লংঘন করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি প্রশাসন ও রিটানিং অফিসারগণ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, বদলগাছী উপজেলা তৃতীয় ধাপে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার জন্য ৪ জন রির্টানিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। সরকারি বিধিমতে স্বাস্থ্যবিধি মেনে দুইটি করে ইউনিয়ন পরিষদের জন্য ১টি করে রির্টানিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

দায়িত্ব প্রাপ্ত ১টি রিটানিং কর্মকর্তা দুইটি করে ইউনিয়নের প্রার্থীদের যাচাইবাছাই কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও উপজেলা নির্বাচন অফিসার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৮টি ই্উনিয়নের প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম এক সাথে পরিচালনা করেছে। যাচাই-বাছাইএ নেই কোন স্বাস্থ্যবিধি বালাই, অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই । একই সাথে হাজারও লোকের সমাগম করে গা ঘেঁসে একে অপরের সাথে গাদাগাদি করে বসে থাকা দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা মোটরসাইকেলের মহড়া নিয়ে এসেছেন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। প্রার্থীরা নির্বাচনী আচারণবিধি অমান্য করলেও তাঁদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহন করেনি দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে প্রার্থীদের নির্বাচনী হলফনামার কাগজপত্র যাাচাই-বাছাই চলে।

সরেজমিনে গিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় দেখা যায়, উপজেলা পরিষদ হল রুমে নির্বাচনী আচারণবিধি ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাগজ পত্র যাাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রার্থীদের সাথে উপস্থিত হয়েছে প্রায় ১০হাজার লোকজন । চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেলের শোডাউন দিয়ে আসছে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে। বদলগাছী উপজেলা পরিষদে সামনে সড়কে বিভিন্ন প্রার্থী মোটরসাইকেল শোডাউন নিয়ে আসতে দেখা গেছে। প্রার্থীরা স্বাস্থ্যবিধি ও আগাম আচারণবিধি লংঘন করলেও উপজেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার ও প্রশাসন থেকেছে অনেকটায় নিরব। প্রার্থী যাচাই-বাছাই এ আসা মাহাবুব, রহমান, সবুজ, আরজানসহ বেশ কিছু ব্যক্তি অভিযোগ করে বলেন, বর্তমান সারাবিশ্বে করোনা মহামরী প্রকোপ এর কারনে বংলাদেশ সরকার জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার নির্দেশনা দিয়েছেন । কিন্তু আজ এই করোনা মহামারীর কালে উপজেলা চত্বরের ভিতর ও বাহিরের১০ হাজার লোকের সমাগম ঘটে। একই স্থানে ৮টি ইউনিয়নের হাজারও লোকের সমাগমের মধ্যে দিয়ে প্রার্থী যাচাই-বাছাই করলেন উপজেলা নির্বাচন অফিসার ।

তারা আরো বলেন, আগে আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করার জন্য দুইটি করে ইউনিয়নের জন্য ১ টি করে রিটানিং অফিসার নিয়োগ দিয়ে প্রার্থীদের মনোনয়ন ফরম ,উত্তোলন, জমা ও যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আজ দৃশ্য দেখলাম তার উল্টোটা। এখানে মানা হয়নি কোন স্বাস্থ্যবিধি ও নির্বাচনের আচরণবিধি। নির্বাচনী আচরণবিধি ও স্বাস্থ্যবিধি লংঘন করে এই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৮টি ইউনিয়নের ৪৫১জন প্রার্থী সহ হাজার হাজার লোক সমাগম করে যাচাই-বাছাই পরিচালনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজার উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে রাজি নই।

Leave A Reply

Your email address will not be published.

Title