বেক্সিমকোর দাবি চুক্তির চেয়ে বেশি টিকা এসেছে

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ করোনার কম টিকা আসার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান। বেক্সিমকোর দাবি চুক্তির চেয়ে বেশি টিকা এসেছে।

নাজমুল হাসান আজ মঙ্গলবার রাতে বলেন, ‘সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। কিন্তু সেই টিকা আগেভাগে জানুয়ারি মাসেই নিয়ে এসেছি আমরা। এখন এসে আবারও তাদের কাছ থেকে ২০ লাখ টিকা পেলাম। চুক্তি অনুযায়ী, ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে আমাদের ১ কোটি এবং ছয় মাসের মধ্যে ৩ কোটি ডোজ টিকা পাওয়ার কথা।

সেখানে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই ৭০ লাখ ডোজ টিকা পেয়ে গেছি। মার্চের মধ্যে ১ কোটি টিকা পেয়ে যাব। এ ছাড়া আশা করছি জুলাইয়ের মধ্যে ৩ কোটি ডোজ টিকা চলে আসবে।’

আজ সকালে ২০ লাখ ডোজ করোনার টিকা গ্রহণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘এ মাসে আমাদের পাওয়ার কথা ছিল ৫০ লাখ। কিন্তু পেয়েছি ২০ লাখ। অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ ব্যাপারে আমরা স্থানীয় ডিলার ও সেরামের ওপর চাপ প্রয়োগ করেছি যে আপনারা এটা তাড়াতাড়ি মেকআপ করেন। তাদের চাহিদা অনেক।’

স্বাস্থ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর সন্ধ্যায় বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক তাঁর ব্যাখ্যা দেন।

Leave A Reply

Your email address will not be published.

Title