মুন্সিগঞ্জে নতুন ২ সহ করোনায় আক্রান্ত ১৪

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে নতুন ২জন সহ এখন পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। সোমবার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ৪৪ বছরের একজন পুরুষ ও লৌহজং উপজেলার ৪৮ বছর বয়সের অপর একজন পুরুষের শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করেছে আইইডিসিআর।

মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় এসব তথ্য জানান। সিভিল সার্জন জানান, ‘গতকাল (১২ এপ্রিল) নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। তারা আজ (১৩ এপ্রিল) সকালে নতুন দুইজনের করোনা ‘পজেটিভ’ নিশ্চিত করে। এ নিয়ে মুন্সিগঞ্জে করোনা ‘পজেটিভ’ রোগীর সংখ্যা ১৪। এর মধ্যে একজন মারা যাওয়ার পরে করোনা সংক্রমণের খবর নিশ্চিত হওয়া যায়।’ আজ (১৩ এপ্রিল) সিরাজদিখানে যে লোকের করেনা ‘পজেটিভ’ এসেছে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান সিভিল সার্জন।

লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আহমেদ জানান, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জে যাতায়াত করেছিলেন। তার বাড়ি উপজেলার নাগেরহাট গ্রামে।

উল্লেখ্য, গত শনিবার (১১ এপ্রিল) প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপরের দিন রোববার (১২ এপ্রিল দুইজনের সংক্রমণের খবর জানা যায়। আর আজ সোমবার (১৩ এপ্রিল) আরও দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইডিসিআর)। এদিকে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ায় করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

Leave A Reply

Your email address will not be published.

Title