যে কোনও পরিস্থিতির জন্য তৈরি মার্কিন সেনা: ট্রাম্প

প্রাইমটিভি বাংলা (অনলাইন) ইণ্টারন্যাশনাল ডেক্সঃ

ইরানের হামলার পর বিবৃতি দিলেন ট্রাম্প। আমেরিকার স্থানীয় সময় সকাল ১১ টায় হোয়াইট হাউসে বিবৃতি দেন তিনি। বলেন, আমেরিকা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।

মঙ্গলবার রাতে ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে ইরান। এরপরই বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন ইরান দাবি করেছে তাদের হামলায় ৮০ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। ২০০ জন আহত হয়েছেন। কিন্তু ট্রাম্প বলেন, কোনও মার্কিন সেনার মৃত্যু হয়নি। ন্যুনতম ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিন ইরানের উদ্দেশ্যে তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। পরমাণু যুদ্ধের পথে যাতে ইরান না যায়, সেই বার্তা দেন তিনি। ইরান কোনোদিনই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন তিনি। উপরি নিষেধাজ্ঞা জারি হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.

Title