রাজশাহী বাগমারায় মশার উপদ্রপে অতিষ্ঠ জনজীবন

রাজশাহী বাগমারায় মশার উপদ্রপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে উপজেলায় মশার উপদ্রপ বাড়লে ও মশা নিধনে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন নেয়নি প্রয়োজনীয় প্রদক্ষেপ। দিনের বেলাতেও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে মশার উপদ্রপে সরকারি কর্মকর্তাদের অফিস করা কঠিন হয়ে পড়ছে। দিন শেষে সন্ধ্যা নামার সাথে সাথে এ উপদ্রপ আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এদিকে মশার কামড়ে ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ ব্যাধি। জানাগেছে উপজেলা প্রশাসনের কার্যালয় এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা ও জঙ্গল পরিষ্কার না করায় এসব স্থানে মশার বংশ বিস্তার ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন অন্যান্য বছর উপজেলা প্রশাসন থেকে ফগার মেশিন দিয়ে মশা নিধনে উদ্যোগ নেয় হলেও এবার এ পর্যন্ত উপজেলা প্রশাসন কোন উদ্যোগ নেয়নি। মশার উপদ্রপ ও কামড়ের সত্যতা স্বীকার উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মরত অফিসার ও কর্মচারীগণ। তারা বলেন অচিরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশা নিধনের অভিযান শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title