লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লেস্টার সিটিকে পাত্তাই দেয়নি ম্যানচেস্টার সিটি।

ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যেতে পারত ম্যানচেস্টার সিটি। ডানদিকের পোস্টে লেগে ফিরে ডি ব্রুইনের শট। এর তিন মিনিট পর জেসুসের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল।

উল্টো ২২তম মিনিটে এগিয়ে যায় লেস্টার। প্রতি আক্রমণ থেকে ঠিকানা খুঁজে নেন জেমি ভার্ডি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেস্টার। ৩০তম মিনিটে রিয়াদ মাহরেজের গোলে থেকে সমতায় ফেরায় ম্যান সিটি।

এরপর ৪২তম মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার রিকার্দো পেরেইরা ডি-বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। গুনদোগানের নেওয়া স্পট কিকে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি স্মাইকেল।

বিরতির পর আক্রমণে গতি বাড়ায় গার্দিওলার শিষ্যরা। সেই সুবাদে ৬৯তম মিনিটে গোল পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। ডানদিক দিয়ে ডি-বক্সে ঢুকে দূরের পোস্টে থাকা জেসুসকে আড়াআড়ি পাস দেন ডে ব্রুইনে। খুব কাছ থেকে তার পাশ দেওয়া বলে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন জেসুস।

বাকী সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এই জয়ের পর ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই থাকল ম্যান সিটি। আর ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে লেস্টার।

Leave A Reply

Your email address will not be published.

Title