সিংড়ায় ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতা আটক, দল থেকে বহিস্কার

সিংড়া:  নাটোরের সিংড়ায় ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)’র হাতে আটক উপজেলা যুবলীগের সম্পাদক আবুল বাশার ওরফে আশিকুর রহমান আশিককে বহিষ্কার করেছে সংগঠনটি।
শুক্রবার (৬ জুন) উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল সমাজকল্যাণইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক। আশিকুর রহমানকে আটক করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ। সিংড়া পৌর শহরের পাড়া জয়নগর মহল্লার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক আশিক উপজেলার সাঁতপুকুরিয়া গ্রামের আহসান হাবিবের পুত্র। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) সেলিম রেজা জানান, সিংড়ার জয়নগর থেকে ১৯৫ পিস ইয়াবাসহ আশিকুর রহমানকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title