৫ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল আমলের ১ টি শিবলিঙ্গ উদ্ধার করেছে র‌্যাব

জয়পুরহাটঃ ৫ পাঁচ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’, ১ টি শিবলিঙ্গ উদ্ধার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলী এর নেতৃত্বে ২৬ মে আনুমানিক সকাল সাড়ে ৯ ঘটিকায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামস্থ জনৈক ধন মুহাম্মদ এর বাড়ির উঠানের সামনে নির্মান কাজের সময় খননকালে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার ৫ কোটি টাকা মূল্যের ১ টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’ শিবলিঙ্গ যার দৈর্ঘ্য-৭৮ ইঞ্চি, ব্যাস ২৪ ইঞ্চি, ওজন-১০৩ কেজি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক উক্ত নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার নিমিত্তে একটি দল প্রেরণ করা হবে মর্মে মৌখিকভাবে জানানো হলে প্রাথমিকভাবে নিদর্শনটি নওগাঁ জেলার ধামইরহাট থানার জিডিমূলে নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলার পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর এর নিকট হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title