নাগরপুরে ৯টি ঝুঁকি পূর্ণ প্রত্নতাত্ত্বিক ভবন সিলগালা করল কর্তৃপক্ষ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি বিশেষ দল দখল মুক্ত করে সিলগালা করেছে টাঙ্গাইলের নাগরপুরের চৌধুরী বাড়ী তথা জমিদার বাড়ির ৯ টি ভবন।

সোমবার দুপুর থেকে রাত ৮.০০ পর্যন্ত চলে এ কার্যক্রম। টাঙ্গাইল জেলার সিনিয়র কমিশনার উপমা ফারিসা ও নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর এর নেতৃত্বে নাগরপুর মহিলা কলেজের ৮টি ও নাগরপুর শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের দখলে থাকা ১টি ভবন উদ্ধার করে সিলগালা করেছে কর্তৃপক্ষ। এ সব ভবনে স্কুল কলেজের শিক্ষকরা তাদের পরিবার সহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক ভবন গুলো পরিদর্শন করেন। ববন গুলো জনজীবনের জন্য ঝুঁকিপূর্ন হওয়ায় ৫ নভেম্বর তারা টাঙ্গাইলের জেলা প্রশাসনকে অবহিত করেন। পরে জেলা প্রশাসন এর নির্দেশে উপজেলা নিবার্হী অফিসার সিফাত-ই-জাহান নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ভবন খালি করে দেওয়ার জন্য নোটিশ প্রদান করেন।
এতে নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা প্রশাসক মহোদয়ের নিকট সময় চায়। পরবর্তীতে উপজেলা নিবার্হী অফিসার ১৬ নভেম্বর পূনরায় নোটিশ প্রদান করেন।
পরে সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা, নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের দখলে থাকা ভবন গুলো দখল মুক্ত করে সিলগালা করেন।
পাশাপাশি জানমালের নিরাপত্তার স্বার্থে সিলগালাকৃত জরাজীর্ণ ভবন গুলোতে জেলা প্রশাসন এর পক্ষ থেকে জনসাধারনকে অনুপ্রবেশ না করার জন্য নোটিশ টানিয়ে দেন।

এ প্রসঙ্গে নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, দূর্ঘটনা এড়াতে জনস্বার্থে জরাজীর্ন ও ঝুঁকিপূর্ণ ভবনে থাকা লোকদের ভবন ছেড়ে দেওয়ার একাধিক তাগিত দেওয়ার পর উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৯টি ভবন সিলগালা করে সতর্কীকরণ নোটিশ টানিয়ে দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title