ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক ঘটনায় গ্যারেজে আগুন,বাড়ী ঘর ভাঙচুর-ধাওয়া পাল্টা হাওয়া

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: কখনও দিনের বেলায়। কখনও সন্ধ্যা অথবা রাতের আঁধারে প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষে ঢাল-সড়কি-রামদাঁ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমে পড়ছে রক্তক্ষয়ী লড়াইয়ে। সংঘাতের সময় বাড়ী ঘর ও বাজারের দোকানপাটের মালামাল ভাংচুর করার পাশাপাশি চালাতে থাকে লুটপাট। আধিপত্য বিস্তারে গ্রামের মাতুব্বর ও তাদের অনুসারী সমর্থকদের কারনে একদিকে যেমন এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটছে অন্যদিকে অসহায় ও দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন।

ঈদপূর্ব থেকে ঈদ পরবর্তী সময়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুন্সুরাবাদ,মাধবপুর,খাপুরা, ভিমিরকান্দা,সিঙ্গারিয়াসহ বেশ কয়েকটি গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ও সংঘর্ষ একের পর লেগেই আছে বলে এমন অভিযোগ বিভিন্ন গ্রামবাসীর। সংঘাত ও সংঘর্ষর ঘটনার সুত্রতায় আজ বুধবার সকালে মুন্সুরাবাদ বাজার এলাকায় বিবদমান সাধু ও আকরামগং এর মাঝে ধাওয়া ও পালাটা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দিলেও এলাকায় বইছে উত্তেজনা।

দিনের অপর ঘটনা ঘটেছে একই ইউনিয়নের মাধবপুর গ্রামে। বিবদমান প্রবাসী সাইদুল বেপারী ও সিরাজ তালুকদার গ্রুপের মাঝে।

গ্রামবাসী জানায়, সাইদুল গ্রুপের লোকজন ভাড়া করে লোক এনে মাধবপুর গ্রামের সিরাজ তালুকদারের সমর্থকদের একটি গ্যারেজ পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে গ্যারেজে রাখা দূটি মটর সাইকেল, একটি ইটভাঙ্গার মেশিন ওদুটি ব্যটারি চালিত ভ্যান গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ সিরাজ তালুকদার গ্রুপের। শেষ খবর পর্যন্ত এলাকায় মহড়ার পাশাপাশি বইছে টান টান উত্তেজনা।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক ঘটনায় গ্যারেজে আগুন,বাড়ী ঘর ভাঙচুর-ধাওয়া পাল্টা হাওয়া

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: কখনও দিনের বেলায়। কখনও সন্ধ্যা অথবা রাতের আঁধারে প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষে ঢাল-সড়কি-রামদাঁ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমে পড়ছে রক্তক্ষয়ী লড়াইয়ে। সংঘাতের সময় বাড়ী ঘর ও বাজারের দোকানপাটের মালামাল ভাংচুর করার পাশাপাশি চালাতে থাকে লুটপাট। আধিপত্য বিস্তারে গ্রামের মাতুব্বর ও তাদের অনুসারী সমর্থকদের কারনে একদিকে যেমন এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটছে অন্যদিকে অসহায় ও দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন।

ঈদপূর্ব থেকে ঈদ পরবর্তী সময়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুন্সুরাবাদ,মাধবপুর,খাপুরা, ভিমিরকান্দা,সিঙ্গারিয়াসহ বেশ কয়েকটি গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ও সংঘর্ষ একের পর লেগেই আছে বলে এমন অভিযোগ বিভিন্ন গ্রামবাসীর। সংঘাত ও সংঘর্ষর ঘটনার সুত্রতায় আজ বুধবার সকালে মুন্সুরাবাদ বাজার এলাকায় বিবদমান সাধু ও আকরামগং এর মাঝে ধাওয়া ও পালাটা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দিলেও এলাকায় বইছে উত্তেজনা।

দিনের অপর ঘটনা ঘটেছে একই ইউনিয়নের মাধবপুর গ্রামে। বিবদমান প্রবাসী সাইদুল বেপারী ও সিরাজ তালুকদার গ্রুপের মাঝে।

গ্রামবাসী জানায়, সাইদুল গ্রুপের লোকজন ভাড়া করে লোক এনে মাধবপুর গ্রামের সিরাজ তালুকদারের সমর্থকদের একটি গ্যারেজ পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে গ্যারেজে রাখা দূটি মটর সাইকেল, একটি ইটভাঙ্গার মেশিন ওদুটি ব্যটারি চালিত ভ্যান গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ সিরাজ তালুকদার গ্রুপের। শেষ খবর পর্যন্ত এলাকায় মহড়ার পাশাপাশি বইছে টান টান উত্তেজনা।

Leave A Reply

Your email address will not be published.

Title