ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে   ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদকের মৃত্যু

জাকির হোসেন  সুমন   : ইতালিতে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশালের কৃতি সন্তান কামরুল আহসান মন্টুর মৃত্যুর সংবাদে বাংলাদেশী কমিউনিটিতে শেকের ছায়া নেমে এসেছে।
 ইতালির রোমে স্থানীয় একটি হাসপাতালে কামরুল আহসান মন্টু ২৮ শে অক্টোবর সকাল ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি শারীরিক ভাবে অসুস্থতা সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালের আইসিইউ:তে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন। রেখে গেলেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
মরহুম কামরুল আহসান মন্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ইতালী আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহীন খলিল কাউসার ও সাধারণ সম্পাদক কমরেড খোন্দকার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কামরুল আহসান মন্টূর মৃত্যু সংবাদে রোম সহ সমগ্র ইতালির বাংলাদেশ কমিউনিটি এবং ইতালী আওয়ামী লীগের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার শান্তি এবং জান্নাতবাসী করার জন্য সকলেই মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title