বন্যা আশ্রয় কেন্দ্র ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ,শহীদ ময়েজ উদ্দিনের ৩৬তম স্মরণ সভা ও দোয়া মাহফিল

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেহের আফরোজ চুমকি এমপি।
রবিবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ ৬৪ হাজার ৭৪২ টাকা ব্যায়ে জাংগালিয়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
অপরদিকে রবিবার বিকেলে জাংগালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ ময়েজ উদ্দিনের ৩৬তম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ শ্যামল পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবরি, সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রধান, দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দর্জি, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন খোকা, উপজেলা কৃষলীগের সভাপতি আরজু মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ইউপি প্যানেল চেয়ারম্যান দুলাল বেপারী প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.

Title