কেরানীগঞ্জে চাঁদাবাজির সময় টাকাসহ এক পরিবহন চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জে পরিবহনে চাঁদাবাজির সময় এক জনকে আটক করেছে পুলিশ।আটককৃত চাঁদাবাজের নাম মো.স্বপন। ঘটনার বিবরন দিয়ে কেরানীগঞ্জ মডেল থানার এস.আই মো.রফিকুল ইসলাম রফিক জানান,শনিবার(৬জুন) ঘাটারচর এলাকায় কর্তব্যরত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে স্বপন ও মনির নামের দুজন ঘাটারচর চৌরাস্তা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে।এমন খবরে আমি আমার সংগে থাকা পুলিশসদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে মো.স্বপনকে হাতেনাতে চাঁদার ৪ হাজার টাকাসহ আটক করি।এসময় চাঁদাবাজির মূল হোতা মনির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এস.আই রফিক আরো জানান,আমি স্বপনকে জিঞ্জাসাবাদ করলে স্বপন জানান যে সে দীর্ঘদিন যাবত ওই এলাকাসহ আসপাশের বিভিন্ন সড়ক ও কাউন্টার থেকে চাঁদাবাজি করত।কেউ চাঁদা দিতে না চাইলে জোর করে তারা তার গাড়ি চলাচল বন্ধ করে দিতো।স্বপন পুলিশকে জানায় ঘাটারচর চৌরাস্তা এলাকায় চাঁদাবাজের মূল হোতা মনির নামের একজন অনেকদিন ধরে জোরপূর্বক চাঁদাবাজি করে আসছে। ভুক্তভোগীরা জানান, তাদের অনেক প্রভাব রয়েছে বলে কেউ সহজে মুখ খুলছেনা।যদি কেউ চাঁদা দিতে না পারে তবে তাদের পরিবহন বন্ধ করে দেয়। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনূল ইসলাম (পিপিএম) বলেন,করোনার কারনে দীর্ঘ দুইমাসের বেশীসময় গনপরিবহন বন্ধ থাকার পর গত ৩১মে থেকে সরকারী সিন্ধান্তে আবার পরিবহন চালু করা হয়েছে।তবে এতে সারাদেশে একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে ওঠে।আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজ নির্মুলে কাজ করে যাচ্ছি।এর পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জের সকল সড়কে টলহ জোরদার করছি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।কোথাও পরিবহনে চাঁদাবাজি হলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.

Title