ঘূর্ণিঝড় গনিতে লণ্ডভণ্ড ফিলিপাইন, ১৬ জনের প্রাণহানি

আর্ন্তজাতিক ডেস্ক: সুপার টাইফুন গনি আঘাত হেনেছে ফিলিপাইনে। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লুজনে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। মারা গেছে অন্তত ১৬ জন। টাইফুনের তাণ্ডবে প্রচণ্ড ঝড় এবং ঝড়ের সঙ্গে আসা তীব্র বৃষ্টিপাতে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।

রোববার টাইফুনের আঘাতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ঘণ্টায় ১৩০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত উঠেছল বাতাসের গতি। প্রচণ্ড শক্তি নিয়ে টাইফুনটি উঠে আসে স্থলভাগে। পরে কিছুটা দুর্বল হয়ে ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে বইতে থাকে। সোমবার রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তার ধ্বংসক্ষমতা নিয়ে। টাইফুন শুরু হওয়ার আগে কম পক্ষে ১০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। ফলে প্রাণহানি খুব একটা ঘটতে পারেনি।

ফিলিপাইনের বিকোল অঞ্চল দিয়ে স্থলে উঠে আসার পর বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এরপর টাইফুন ক্যাটাগরি অনুযায়ী এর মাত্রা হ্রাস করে দেশটির আবহাওয়া ব্যুরো।

Leave A Reply

Your email address will not be published.

Title