চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বিশোরগঞ্জ প্রতিনিধি : চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বুধবার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে। মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, এ মেডিকেল কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান এবং কলেজের পরিচালক ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সভাপতি, কলেজের সকল প্রফেসরসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title