নওগাঁর আত্রাইয়ে কোভিট-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে পুলিশের সচেতনতা কর্মসূচী

0

পড়লে মাস্ক নিয়ামিত,করোনা হবে বিতারিত,মাস্ক পড়া নিশিচত করি, কোভিট মুক্ত
দেশ গড়ি,নিয়মিত মাস্ক পড়বো,স্বাস্থ বিধি মেনে চলবো, এই সকল বিভিন্ন শ্লোগানকে সামনে রেখে
সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে কোভিড-১৯ এর প্রাদূভার্ব প্রতিরোধে জেলা পুলিশসুপারের উদ্যেগে
আত্রাই থানা পুলিশের বাস্তবায়নে কোভিড-১৯ কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে
রবিবার সকাল ১০টায় আত্রাই থানা চত্বর থেকে কোভিড=১৯ সামাজিক দূরত্ব মূখে মাক্স পড়ে একটি র‌্যালী
বের হয়ে উপজেলার প্রধান প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন শেষে থানা চত্বর এসে শেষ হয়। আত্রাই থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ র‌্যালীতে নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ মুক্তি যোদ্ধা
সংসদ আত্রাই উপজেলা কমান্ড,আত্রাই, নওগাঁ,সাবেক কমন্ডার মোঃ আকতারুজ্জামান আকতার, উপজেলা
প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ,
মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ
সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসানগন্ধসঢ়;জ ইউপি চেয়ারম্যান আক্কাছ
আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম,
ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, মহিলা অওয়ামীলীগ
নেত্রী জাহেদা বেগম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আত্রাই শাখার সভাপতি একরামূল ইসলাম, সহ-সভাপতি শ্রী তাপস
পাল, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সেন্টু,মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আকাতার পলি,উজ্জল মহন্ত
প্রমূখ। র‌্যালীতে সার্বিক সহযোগীতা ছিলেন আত্রাই থানা তদন্ত (ওসি) মোজাম্মেল হক কাজী। এছাড়া
আত্রাই থানা পুলিশেরবিভিন্ন পর্যায়ের অফিসার /সদস্যরা অংশ গ্রহন করেন।র‌্যালী চলাকালীন সময়ে
কোভিড-১৯ প্রতিরোধ এবং আগ্রাসন থেকে সচেতন বৃদ্ধির লক্ষে বিভিন্ন শ্লোগান দেয়া হয় এবং
পথচারীদের মধ্যে মাস্ক বিতরন করা হয়।

একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title