নিবন্ধনের পরও করোনাভাইরাসের কারণে হজে যেতে না পারলে টাকা ফেরত

0

প্রাইম টিভি বাংলাঃ নিবন্ধনের পরও করোনাভাইরাসের কারণে হজে যেতে না পারলে টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আব্দুল্লাহ । তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আতঙ্কিত না হয়ে আগ্রহীদের হজের নিবন্ধন সম্পন্ন করুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরে হজের জন্য আগামী ২৩ জুন শুরু হবে হজ ফ্লাইট। আর ১৫ মার্চের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে।

রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, নিবন্ধনকারীদের আর্থিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। নিবন্ধনের পরও করোনাভাইরাসের কারণে হজে যেতে না পারলে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এবার যেতে না পারলে পরের বার হজে যাওয়ার সুযোগ পাবেন আবেদনকারী।

প্রতিমন্ত্রী আরো জানান, সৌদি আরবের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ হচ্ছে এবং হজের ব্যাপারে সেদেশের কর্তৃপক্ষ সব রকমের সহযোগিতা দেবে।

Leave A Reply

Your email address will not be published.

Title