ই‌ঞ্জি‌নিয়ার হায়দা‌রের বিরু‌দ্ধে বঙ্গববন্ধুর ছ‌বি স‌রি‌য়‌ে ফেলার অ‌ভি‌যোগ, কর্মকর্তা‌দের ক্ষোভ

 

বি‌শেষ প্র‌তি‌বেদক:  দে‌শের সব সরকা‌রি বেসরকা‌রি দপ্ত‌রে জা‌তির পিতার ছ‌বি রাখার হাই‌কো‌র্টের নি‌র্দেশনা থাকা স‌ত্ত্বেও,  বিমান বাংলা‌দেশ এর ক্যা‌বিন অ্যাপ‌ারেন্স বিভা‌গের ইঞ্জিনিয়ার কামাল হায়দা‌রের এর বিরু‌দ্ধে  বঙ্গবন্ধুর ছ‌বি সরি‌য়ে ফেলার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।     বৃহস্প‌তিবার  তার বিরু‌দ্ধে এ অ‌ভি‌যোগ উ‌ঠে।   

বিমানের বিশস্তসূ‌ত্রে জানা যায়, বঙ্গবন্ধুর ছ‌বি স‌রি‌য়ে ফেলার বিষয়‌টি সর্বত্র ছ‌ড়ি‌য়ে পড়‌লে বিমা‌নের সর্বস্ত‌রের কর্মকর্তা-কর্মচারী‌দের মা‌ঝে ক্ষোভ দেখা দেয়। এ খবর বিমা‌নের শৃঙ্খলা রক্ষার দ্বায়ি‌ত্বে কর্মকতারা জান‌তে পে‌রে ই‌ঞ্জি‌নিয়ার হায়দার‌কে জিজ্ঞাসাবাদ ক‌রে‌ছে ব‌লে সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।                           

এ‌বিষ‌য়ে ই‌ঞ্জি‌নিয়ার হায়দা‌রের সা‌থে কথা বলার চেষ্টা করা হ‌লেও কথা বলা সম্ভব হ‌য়ে উ‌ঠে‌নি।

Leave A Reply

Your email address will not be published.

Title