ব্রাহ্মণবাড়িয়ায় জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/-zOpRk44mCg” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

আগামী ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদানকার্যক্রমের আওতায় জনপ্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা আয়োজিত বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়,জলাতঙ্ক রোগ নির্মূলের আওতায় আগামী বুধবার থেকে এ উপজেলার ১৩টি ইউনিয়নে সকল কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। ১০ জনের সমন্বয়ে ২৮টি বিশেষজ্ঞ টিম ৫ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে বলে অবহিতকরণ সভায় জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title