শেরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার নকলা উপজেলায় আল আমিন (২০) নামে এক বিদ্যুৎ শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বেপারীপাড়া এলাকার মনর উদ্দিনের ছেলে। ৩ এপ্রিল শনিবার দুপুরে দিকে স্থানীয় হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করার সময় এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আল আমিন ও চরবসন্তী এলাকার রতন মিয়া শনিবার সকাল হতে হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করার সময় অসাবধানতা বসত আল আমিন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব তাকে মৃত ঘোষণা করেন। চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও স্থানীয় ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসীদের অনেকের তথ্যমতে, আল আমিন বিদ্যুৎ শ্রমিক হিসেবে কাজ করলেও তার কোন প্রশিক্ষণ ছিলো না। সে চরবসন্তী এলাকার বিদ্যুত শ্রমিক রতন মিয়ার সহকারী হিসেবে কাজ শিখতে ছিলো।

Leave A Reply

Your email address will not be published.

Title