নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আধারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে র‌্যাব-১১

নারায়নগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আধারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে র‌্যাব-১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আধারে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের প্রভাবে সমস্যায় সম্মুখীন চার শতাধিক খেটে খাওয়া অসহায় দিনমজুর, গার্মেন্টস শ্রমিকসহ নিন্ম আয়ের সাধারন মানুষ ও দৃষ্টি প্রতিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১১’র সদস্যরা।

মঙ্গলবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন, পিপিএম (বার) এর নেতৃত্বে বিপুল সংখ্যক র্যা ব সদস্য সিদ্ধিরগঞ্জ পুল এলাকাস্থ কাঙ্গালী বস্তি, আজিবপুর রেল লাইন বস্তি ও রসুলবাগ এলাকার কানা পট্টিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করে।  এসময় র‌্যাব সদস্যরা নিজেদের কাধে করে এসব খাদ্য সামগ্রী প্রতিটি ঘরে ঘরে পৌছে দেন। তাদের এই মানবীয় কর্মকান্ডে অসহায় মানুষের মাঝে শস্থির নি:শ্বাস ফেলতে দেখা গেছে। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সারা নারায়ণগঞ্জ যখন লকডাউন হয়ে নিস্তব্দ হয়ে উঠে। চরম দুশ্চিন্তা নিয়ে অসহায় মানুষ যখন ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই উপার্জনহীন মানুষের পাশে এসে ত্রান নিয়ে ভিন্ন এক ভুমিকায় অবতীর্ণ হয়েছেন কালো পোশাকের এই মানুষগুলো। যারা ছিল অপরাধীদের আতংক, তারাই আজ বিপদগ্রস্থ মানুষের আস্থার প্রতিক।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন বলেন, আপনারা সকলেই ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন এবং অপরকেও নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আপনারা কেউ না খেয়ে থাকবেন না।

Leave A Reply

Your email address will not be published.

Title