অস্ত্রোপচার করাবেন বেলিংহ্যাম – মাঠের বাইরে যাচ্ছেন কতদিন?

- আপডেট সময় : ০১:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 112
লম্বা সময় ধরে কাঁধের চোটে ভুগছেন জুড বেলিংহ্যাম। স্ট্র্যাপিং করে খেলতেও দেখা গেছে তাকে। তবে এই সমস্যা থেকে চূড়ান্ত সমাধান পেতে এবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন এই মিডফিল্ডার।
ক্লাব বিশ্বকাপে রোববার মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এদিন দলের হয়ে একটি গোল করেন বেলিংহ্যাম। ম্যাচ শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার কারণ তুলে ধরেন তিনি।
চলতি ক্লাব বিশ্বকাপের পরই কাঁধের এই সমস্যা সমাধান করতে চান বেলিংহ্যাম। তিনি বলেন, ‘আমি উপলব্ধি করতে পারছি, খুব বেশি ব্যথা নেই। তবে স্ট্র্যাপিং করে খেলতে খেলতে আমি হাঁপিয়ে উঠেছি। অতিরিক্ত ঘামার কারণে অনেক ওজন হারাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি, এই টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করাব।’
‘লম্বা সময় ধরে অপেক্ষা করছি, এখন ধৈর্য হারিয়ে ফেলছি। তবে ফিজিও ও চিকিৎসাররা এতদিন দুর্দান্ত কাজ করেছেন। আমি মুক্ত অনুভব করতে চাই।’-যোগ করেন তিনি।
অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে কতদিন সময় লাগবে বেলিংহ্যামের, সেটি এখনও স্পষ্ট নয়।