সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের নতুন ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিম

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০ ৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিমকে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। যা এরইমধ্যে কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সোমবার কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনকে সরিয়ে দেওয়া হয়। এর আগে রবিবার এক আদেশে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যায়ের তিনজন সহকারী কমিশনারকে প্রত্যাহার করে সরকার যারা ওই ঘটনায় জড়িত ছিলেন। জেলা প্রশাসকের কার্যায়ের সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন এবং সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় ওই আদেশে।