ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বহাল আছে, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 3

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলা চালানোর পরও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

যুদ্ধবিরতি এখনো কার্যকর কি না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যা আছে।’ তিনি মনে করেন, হামাসের নেতৃত্ব কোনো অভিযোগ লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং তিনি কিছু বিদ্রোহীকে দোষারোপ করেছেন।

ইসরায়েল বলেছে, রোববার হামাসের অবস্থানগুলোতে হামলা চালানোর পর তারা গাজা যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে গত একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এ হামলার ব্যাপারে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হতাহতের খবর খতিয়ে দেখছে।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, তিনি যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন, তা বহাল থাকবে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, হামাসের সঙ্গে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ হবে। আপনারা জানেন, তারা বেশ উচ্ছৃঙ্খল ছিল। তারা কিছু গুলি চালিয়েছে, কিন্তু আমরা মনে করি সম্ভবত তাদের নেতৃত্ব এতে জড়িত নয়।’

গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মধ্যে সমস্ত বন্দিদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে।

১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে উভয় পক্ষই তখন থেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বহাল আছে, জানালেন ট্রাম্প

আপডেট সময় : ১১:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলা চালানোর পরও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

যুদ্ধবিরতি এখনো কার্যকর কি না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যা আছে।’ তিনি মনে করেন, হামাসের নেতৃত্ব কোনো অভিযোগ লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং তিনি কিছু বিদ্রোহীকে দোষারোপ করেছেন।

ইসরায়েল বলেছে, রোববার হামাসের অবস্থানগুলোতে হামলা চালানোর পর তারা গাজা যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে গত একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এ হামলার ব্যাপারে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হতাহতের খবর খতিয়ে দেখছে।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, তিনি যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন, তা বহাল থাকবে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, হামাসের সঙ্গে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ হবে। আপনারা জানেন, তারা বেশ উচ্ছৃঙ্খল ছিল। তারা কিছু গুলি চালিয়েছে, কিন্তু আমরা মনে করি সম্ভবত তাদের নেতৃত্ব এতে জড়িত নয়।’

গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মধ্যে সমস্ত বন্দিদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে।

১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে উভয় পক্ষই তখন থেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।