সরকারী জমি উদ্ধারে কাউকে এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না বললেন মেয়র ডা. আইভী
																
								
							
                                
                              							  অনলাইন ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
 - / 74
 
সরকারী জমি উদ্ধারের ব্যাপারে কাউকে এক ইঞ্চি জমিও ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী । তিনি বলেন,  রাস্তা ড্রেনের কাজ করার পরও যদি কোন জায়গা অবশিষ্ট থাকে তাহলে সেখানে গাছ লাগাবো। জনগন ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের উন্নয়ণে কাজ করার জন্য। কিন্তু কিছু লোক সরকারী জমি দখল করে রাখার কারণে এবং কেউ কেউ হাইকোর্টে গিয়ে নিষেধাজ্ঞা জারি করার কারণে চলমান উন্নয়ণ বাঁধাগ্রস্থ হচ্ছে। রোববার সিদ্ধিরগঞ্জে ১০০ কোটি টাকা ব্যয়ে ডিএনডি লেকপাড়ে ড্রেন কাজ ফুটপাত, রাস্তা, পাড় বাধাই, সৌন্দর্য বর্ধন ও লেকের নির্মিত ৬টি ব্রীজ নির্মানসহ চলমান উন্নয়ণ কাজ পরিদর্শনে এসে উপস্থিত জনসাধারনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি ।   
																			
																		





















