প্রথা ভেঙ্গে ব্রিটেনের সংসদের কার্যক্রম স্থগিত করলেন বরিস জনসন

প্রথা ভেঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার আগামী ক’সপ্তাহের জন্য সংসদের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবং সে লক্ষ্যে নির্দেশ দিতে ব্রিটেনের রানীকে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। জনসনের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে চরম ক্ষিপ্ত হয়েছে ব্রিটেনের প্রায় সবগুলো বিরোধীদল। তারা মনে করছে, কোন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করে আনার যে পরিকল্প প্রধানমন্ত্রী জনসন করছেন, বিরোধীদের হস্তক্ষেপে তা যেন সংসদ আটকে না যায়, তার জন্যই সংসদের অধিবেশন স্থগিত করার বিরল এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/t6ctyLQ2J7M” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Leave A Reply

Your email address will not be published.

Title