বহুমাত্রিক উদ্ভাবনী উপায়ে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেনওগাঁয় ডিবি পুলিশ

বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বহুমাত্রিক উদ্ভাবনী উপায়ে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন। তারিই ধারাবাহিকতায় কাজ করছেন নওগাঁ জেলা পুলিশ। সরকারি নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক এ সংকট মোকাবিলায় পুলিশের নানাবিধ উদ্যোগ সাম্মানিত নাগরিকদের আশান্বিত করেছে। সেই সঙ্গে বাড়িয়েছে তাদের মনোবল। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) এর দিক র্নিদেশনায় গোয়েন্দা শাখার (ওসি) কে এম শামসুদ্দিন এর নেতৃত্বে শনিবার শহরের কাঁঠালতলী, পিরোজপুর রোড, ঢাকা বাস ইষ্টান্ড, বৃজ মোড়, মুক্তির মোড়,দয়ালের মোড়,বালু ডাঙ্গাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন সচেতনতা মূলক মাইকিং করেছেন নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।সেখানে বার বার বলাহচ্ছে সরকারি দিক র্নিদেশনা মেনে চলুন আপনারা ঘরেই থাকুন অপ্রয়োজনীয় কাজে বাহিরে ঘোরাফেরা থেকে বিরত থাকুন। এবিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ওসি) কে এম শামছুদ্দিন বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) স্যারের দিক র্নিদেশনায় নওগাঁয় করোনা সংক্রমণ রোধে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র ভিন্ন ভিন্ন ইউনিট জেলা জুরে জনসমাগম রোধে তৎপর রয়েছে। আপনারা সরকারি র্নিদেশ মেনে চলুন ঘরেই থাকুন।

Leave A Reply

Your email address will not be published.

Title