রোববার শুরু প্রিমিয়ার ফুটবলের দলবদল

নিজস্ব প্রতিবেদক: প্রতিবার দলবদলের চিত্র। দলবদলের শেষ দিকে ক্লাব না পেয়ে এক বছরের জন্য মাঠের বাইরে থাকেন কিছু খেলোয়াড়। কারো কারো আশ্রয় হয় নিচের বিভাগের লিগে।

এ সমস্যা দূর করতে এবার ফুটবলারদের দাবির মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আট ক্লাব তাদের ৫৭ খেলোয়াড়কে মুক্ত করে দিয়েছে। মানে তাদের রাখবে না। ফলে এদের এখন নতুন করে ক্লাব খুজতে হবে। তবে রোববার থেকে শুরু হওয়া দলবদল ১৫ ডিসেম্বর শেষ হলেও যদি তারা ক্লাব না পান তাহলে পুরনো ক্লাবেই থেকে যাবেন তারা।

খেলোয়াড় মুক্ত করা ক্লাবগুলো হলো বসুন্ধরা কিংস, শেখ রাসেল, মোহামেডান, পুলিশ, উত্তর বারিধারা, আরামবাগ ও মুক্তিযোদ্ধা। এদের মধ্যে সর্বোচ্চ ১৬ ফুটবলারকে এবার না রাখার সিদ্ধান্ত আরামবাগের। মোহামেডান রাখছে না গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল ও স্ট্রাইকার আমিনুর রহমান সজীবকে।

Leave A Reply

Your email address will not be published.

Title