৪০ বছর পর চীনে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি সিনেমা

নিউজ ডেস্ক: প্রায় ৪০ বছর পর চীনে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি একটি সিনেমা। আগামী ১৩ নভেম্বর চীনের প্রেক্ষাগৃহে দেখা যাবে পারওয়াজ হ্যায় জুনুন’ নামের সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন হাসিব হাসান। পাকিস্তানের একজন বিমান সেনাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন পারওয়াজ হ্যায় জুনুন নামের এই সিনেমা। এতে দেখা যাবে, জেএফ-১৭ ফাইটার জেট ওড়ানোর স্বপ্ন দেখেন গল্পের নায়ক।

২০১৮ সালে পাকিস্তানে মুক্তি পায় পারওয়াজ হ্যায় জুনন’। এটি পাকিস্তানি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে সে বছর। আলোচিত এই সিনেমাটি এবার দেখার অপেক্ষায় চীনা দর্শকরা।

সিনেমা মুক্তির চেয়ে প্রাসঙ্গিক হলো, এর মাধ্যমে দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ঘনীভূত হওয়ার ঈগিত।

কূটনৈতিক মহলের একাংশের মতে, ভারতকে চাপে রাখার জন্য চীনের কৌশলই হলো পাকিস্তানকে কেন্দ্র করে এই সাম্প্রতিক তৎপরতা।

ভারতের উদ্বেগ বাড়িয়ে গত বছর পাকিস্তানি নৌবাহিনীর হাতে যুদ্ধজাহাজ বিধ্বংসী আধুনিক ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ তুলে দিয়েছে চীন। ভারতীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আসার পর এর কাছাকাছি ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে দেয় চীন।

Leave A Reply

Your email address will not be published.

Title