আনন্দ মিছিলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, বিএনপি নেতা
আনন্দ মিছিলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, বিএনপি নেতা

- আপডেট সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫ ১১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি: আনন্দ মিছিলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, বিএনপি নেতা সারাদেশে ‘ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস’ উপলক্ষে, বিএনপি আয়োজিত আনন্দ মিছিলের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটে গেছে, আনন্দ ও প্রতিবাদের এক মিলিত পরিবেশে হঠাৎ করেই থমকে যায় সময়, যখন এক সক্রিয় দলীয় নেতা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আজ মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া পৌর ভবনের সামনে পাটমহলে বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে মৃত্যু বরণ করেন বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য আল আমিন (৪০)। তিনি কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজকের এই কর্মসূচি ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক। উপজেলা, পৌর এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। দুপুর ১২টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে আল আমিনের নেতৃত্বে একটি মিছিল পাটমহলে আসে। ঠিক তখনই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”
মিছিল চলাকালীন হঠাৎ আল আমিন বুকে হাত চেপে বসে পড়েন। আশপাশে থাকা দলীয় নেতাকর্মীরা তৎপরতা দেখিয়ে তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নূর-এ-আলম খান জানান, “আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে স্ট্রোক করে তিনি মারা গেছেন।”
আজকের মতো একটি রাজনৈতিক উৎসব ও প্রতিবাদের দিনেই দলের একজন নিবেদিতপ্রাণ নেতার এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো উপজেলা জুড়ে। বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে কর্মসূচি স্থগিত করে শোক প্রকাশ করেন।
আল আমিন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক
জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক আদর্শ, নিষ্ঠা ও দলের প্রতি আন্তরিকতা তাকে ইউনিয়ন পর্যায়ের একজন জনপ্রিয় নেতা করে তোলে। সহকর্মীদের সঙ্গে সদ্ভাবপূর্ণ সম্পর্ক ও তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
রাজনৈতিক আবহে মৃত্যু নিয়ে নানা প্রশ্ন
দলের নেতাকর্মীরা এই ঘটনাকে ‘প্রাকৃতিক দুর্যোগের মতো আকস্মিক’ বললেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বছরের এই সময়টিতে গরম এবং আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে জনসমাগমে স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যায়। রাজনৈতিক নেতাকর্মীদের জন্য এই ধরনের মিছিল বা জনসমাবেশে প্রয়োজন স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব দেওয়া।
বিএনপির শোকবার্তা ও শ্রদ্ধা
বিএনপি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা আল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। আল আমিন ছিলেন দলের একজন সৎ, নির্ভীক এবং দায়িত্বশীল কর্মী। তাঁর এই অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আল আমিনের স্মরণে এক দোয়া মাহফিল এবং শোকসভা আয়োজন করা হবে।