টাঙ্গাইলে পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানোয় তিন ব্যবসায়ীকে জরিমানা

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের পার্ক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানোয় এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারটি মনিটরিং করা হয়। একই সঙ্গে অহেতুক বাজার পরিস্থিতি অস্থিতিশীল না করতে সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন, অযথা কোনও ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title