ঘুষ নেয়ার অভিযোগে কেরানীগঞ্জে সাব-রেজিস্টার সহকারীর অপসারন দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর সাব-রেজিস্টার অফিসে রেজিস্টার সহকারী লায়লা আক্তার তুলির অপসারনের দাবীতে মানব বন্ধন করেছে দলিল লেখক সমিতির সদস্যরা। রোববার সকাল সাড়ে ১১টায় সাব-রেজিস্টার অফিস চত্বরে এ মানববন্ধন অনুষ্টিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে এসময় উপস্থিত বক্তারা লায়লা আক্তার তুলির বিরুদ্ধে অভিযোগ করে বলেন ঘুষ ও বাড়তি উৎকোচ ছাড়া সে কোন ফাইলে স্বাক্ষর করেননা। দক্ষিণ কেরানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি হাজি মোঃমহিউদ্দন বলেন, সাধারন মানুষ জাগয়া বা দলিল সংক্রান্ত কোন বিষয়ে তার নিকট গেলে ঘুষের টাকা ছাড়া কোন কাজ করতে তিনি নারাজ। ইতিপূর্ব ঘুষ বানিজ্যর বিরুদ্ধে উধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও তেমন কোন ফল পাওয়া যায়নি। এমন হয়রানীর বিরুদ্ধে আজ তুলির অপসারন দাবীতে আমরা মানববন্ধন করেছি। অতি দ্রুত তার অপসারন দাবী জানাই। যদি এই মানববন্ধনের পরেও দূর্ণীতিবাজ তুলির কোন প্রকার ব্যবস্থা নেয়া না হয় তাহলে আমরা সারা দেশের দলিল লেখরা মিলে আরো বড় কর্মসূচী গ্রহন করবো বলে হুশিয়ারী দেন।
পরে দলিল লেখক সমিতির পক্ষ থেকে লালয়া আক্তার তুলির দ্রুত অপসারন দাবীতে সাব-রেজিস্টার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title